ভর্তির শর্তাবলী
ভর্তির শর্তাবলী
- ০১. সকল শিক্ষার্থীকে অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী হতে হবে।
- ০২. অধ্যয়নকালে রাজনৈতিক সংগঠন বা এর কোন অংগ সংগঠনের সাথে জড়িত থাকতে পারবে না।
- ০৩. ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে।
- ০৪. কেন্দ্রীয় পরীক্ষার পরবর্তী জামায়াত সমূহের ক্ষেত্রে প্রশাসা পত্র ও একাডেমীক ট্রান্সক্রিপ্টের মূল কপি অবশ্যই জমা দিতে হবে।
- ০৫. আমল, আক্বীদা, আখলাক, ইত্যাদি সকল ক্ষেত্রে দারুননাজাতের আদর্শ গ্রহণে আগ্রহী হতে হবে।
- ০৬. মাদরাসা কর্তৃপক্ষের ধার্যকৃত ফিসমূহ পরিশোধের সামার্থ থাকতে হবে।