ভর্তি প্রক্রিয়া
ভর্তি প্রক্রিয়া
১. মাদরাসার অফিস থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করবে।
২. ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
৩. ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মাদরাসার ওয়েব সাইটে (dskm.ac.bd) অনলাইন ভর্তি ফরম পূরণ করবে।
৪. পূরণকৃত ফরমটি প্রিন্ট করে শিক্ষার্থীর এবং অভিভাবকের স্বাক্ষরসহ শিক্ষার্থীর এক কপি ছবি, জন্ম সনদের ফটোকপি, পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করবে।
৫. প্রিন্টকৃত ফরমটি ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে ভর্তি কমিটির নিকট থেকে ভর্তি নিশ্চয়ন স্লিপ (Admission confirmation slip) সংগ্রহ করবে।
৬. ভর্তি নিশ্চয়ন স্লিপ নিয়ে আবাসিক অফিসে গিয়ে আবাসিক সিট নিশ্চিত করবে। (আবাসিক ছাত্রদের ক্ষেত্রের প্রযোজ্য)
৭. আবাসিক স্লিপ ও নিশ্চয়ন স্লিপ নিয়ে মাদরাসা অফিসে ভর্তি ফি পরিশোধ করে প্রিন্টকৃত ফরমটি সংযুক্ত কাগজপত্রসহ জমা দিবে।
আলিম ১ম বর্ষে ভর্তি প্রক্রিয়া:
সকল পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল এবং নিশ্চায়নের ভিত্তিতে ২৬/০৯/২০২৩ থেকে ০৫/১০/২০২৩ তারিখের মধ্যে স্বশরীরে মাদরাসা অফিসে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
অনলাইন আবেদনের নিশ্চিায়ন কপি প্রদর্শনপূর্বক মাদরাসা অফিস থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।
ভর্তি ফরম হাতে পূরণ করে মাদরাসার ওয়েবসাইটে (https://digiedubd.com/3/Home/apply_Condition) প্রদত্ত ভর্তি ফরমে এন্ট্রি দিতে হবে এবং প্রিন্ট আউট কপি ভর্তির সময় সাথে নিয়ে আসতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
০১. দাখিল পরীক্ষা পাশের প্রংশসাপত্র ও একাডেমিক ট্রান্সিক্রিপ্টের মূলকপি। ০২. শিক্ষার্থীর জন্ম সনদ ও পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। ০৩. মাদরাসা ইউনিফরমে সদ্যতোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙ্গিন ছবি।
একাডেমিক ভর্তি ফি:
অক্টোবর, ২০২৩ এর বেতনসহ সধারণ বিভাগে ৬৮৫০ টাকা ও বিজ্ঞান বিভাগে ৭৩৫০ টাকা
আবাসিকের ভর্তি ফি
১. ভর্তি ফি ১০০ ২. অক্টোবর ২০২৩ এর মেইনটেনেন্স ফি ৩০০ ৩. অক্টোবর ২০২৩ এর বিদ্যুৎ বিল ২০০ ৪. অক্টোবর ২০২৩ এর সিট ভাড়া ৬০০-১৫০০
বি.দ্র: যে সকল ছাত্রের আবাসিকে অবস্থান করতে হবে, তাদের জন্য ভর্তির সময় হোস্টেলে সিট কনফার্ম করা বাধ্যতামূলক।