ভর্তি প্রক্রিয়া
ভর্তি প্রক্রিয়া
১. মাদরাসার অফিস থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করবে।
২. ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
৩. ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মাদরাসার ওয়েব সাইটে (dskm.ac.bd) অনলাইন ভর্তি ফরম পূরণ করবে।
৪. পূরণকৃত ফরমটি প্রিন্ট করে শিক্ষার্থীর এবং অভিভাবকের স্বাক্ষরসহ শিক্ষার্থীর এক কপি ছবি, জন্ম সনদের ফটোকপি, পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করবে।
৫. প্রিন্টকৃত ফরমটি ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে ভর্তি কমিটির নিকট থেকে ভর্তি নিশ্চয়ন স্লিপ (Admission confirmation slip) সংগ্রহ করবে।
৬. ভর্তি নিশ্চয়ন স্লিপ নিয়ে আবাসিক অফিসে গিয়ে আবাসিক সিট নিশ্চিত করবে। (আবাসিক ছাত্রদের ক্ষেত্রের প্রযোজ্য)
৭. আবাসিক স্লিপ ও নিশ্চয়ন স্লিপ নিয়ে মাদরাসা অফিসে ভর্তি ফি পরিশোধ করে প্রিন্টকৃত ফরমটি সংযুক্ত কাগজপত্রসহ জমা দিবে।