প্রধান বৈশিষ্ট্যসূমহ
প্রধান বৈশিষ্ট্যসূমহ
- দলীয় রাজনীতিমুক্ত পরিবেশ।
- মাদরাসা শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয়।
- সুন্নাতে নববীর পূর্ণ অনুসরণ।
- সাপ্তাহিক আলোচনা সভা, বিতর্ক, সাধারণ জ্ঞান ও রচনা প্রতিযোগিতা ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভার বিকাশ।
- মডেল ও সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ।
- আমলী ও মৌখিক পরীক্ষার ব্যবস্থা।
- ইসলামী শিষ্টাচার শিক্ষা ও বাস্তবে প্রয়োগ বাধ্যতামূলক।
- আরবি ও ইংরেজি ভাষা শিক্ষায় বিশেষ গুরুত্বারোপ।
- ইসলামী সংস্কৃতি অনুশীলনের মাধ্যমে চিত্ত বিনোদনের ব্যবস্থা।
- পরিকল্পিত ও যুগোপযোগী ব্যবস্থাপনা।
- সুন্দর ও স্বাস্থ্যসম্মত আবাসিক ব্যবস্থাপনা।
- বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড, ইসলামী বিশ্ববিদ্যালয় ও আরবি বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম অনুযায়ী পরিচালিত। শিক্ষার্থীদের আমলী যিন্দেগী গঠনের জন্য ফরজ ইবাদতের পাশাপাশি নফল নামায (আউয়াবীন, ইশরাক, তাহাজ্জুদ) যিকির আযকার, দরুদ শরীফ ইত্যাদির অনুশীলনের ব্যবস্থা।
- বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড, ইসলামী বিশ্ববিদ্যালয় ও আরবি বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম অনুযায়ী পরিচালিত। শিক্ষার্থীদের আমলী যিন্দেগী গঠনের জন্য ফরজ ইবাদতের পাশাপাশি নফল নামায (আউয়াবীন, ইশরাক, তাহাজ্জুদ) যিকির আযকার, দরুদ শরীফ ইত্যাদির অনুশীলনের ব্যবস্থা করা হয়।
- শিক্ষার্থীদের আমলী যিন্দেগী গঠনের প্রেষণা প্রদানের জন্য সাপ্তাহিক তারবিয়াতী জলসার আয়োজন করা হয়।
- প্রতিবছর অতিরিক্ত ক্লাসের মাধ্যমে তাফসীরে জলালাইন, সহীহ বুখারী, জামে তিরমিযি, মেশকাতুল মাসাবিহ ও হেদায়া কিতাবের খতমের ব্যবস্থা।
- হক্কানী আলেম হওয়ার লক্ষে বিভিন্ন জামায়াতের ছাত্রদের সমন্বয়ে কিতাব বিভাগের ব্যবস্থা।
- প্রায় ১৫০০০ পুস্তক সম্বলিত মানসম্মত পাঠাগারে উম্মুক্ত অধ্যয়নের ব্যবস্থা।
- বাংলা সাহিত্যে পারদর্শিতা অর্জনের লক্ষ্যে শ্রেণি ভিত্তিক সাহিত্য মজলিসের আয়োজন করা হয়।
- আরবী ব্যাকরণে পারদর্শিতা অর্জনের লক্ষ্যে-নাহু সরফের কোর্সের ব্যবস্থা।
- বিশুদ্ধ কুরআন তেলাওয়াত শিক্ষা দানের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
- হাফেজ ছাত্রদেরকে বিশেষ ব্যবস্থাপনায় অল্প সময়ে অষ্টম শ্রেণির উপযোগী করে গড়ে তোলার প্রায়াস চালানো হয়।