ছাত্রাবাস পরিচিতি
ছাত্রাবাস পরিচিতি
দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা মূলত একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। আবাসিক ছাত্রদের জন্য রয়েছে বেশ কয়েকটি হল। প্রতিটি হল এক একটি এলাকা হিসেবে পরিচালিত। প্রতি এলাকা মাদরাসার দুজন শিক্ষক পরিচালকের সার্বিক তদারকিতে পরিচালিত। সব হল বা এলাকার সার্বিক পরিচালনার মূল দায়িত্ব পালন করেন স্বয়ং অধ্যক্ষ মহোদয়। আবাসিক ছাত্রদের আবাসনের জন্য রয়েছে বেশ কয়েকটি হল-
১. সৈয়দ আহমদ বেরলভী র. হল ২. সূফী নূর মুহাম্মদ নিযামপুরী র. হল ৩. সূফী ফতেহ আলী ওয়ায়সী র. হল ৪. সালেহিয়া হল ৫. আল্লামা নিয়ায মাখদূম খোতানী র. ৬. রিয়াজুল জান্নাত ছাত্রাবাস ৭. দারুল হিকমাহ ৮. সিদ্দীকিয়া হল ৯. দারুত তাকওয়া ১০. দারুল আমান ছাত্রাবাস ১১. DRC ছাত্রাবাস